Hanifuddin biography of williams
Experience: Financial Conduct Authority · Education: The London.
Ahmad Hanifuddin....
মো. হানিফ উদ্দিন মিয়া। কম পরিচিত কিন্তু এখনকার কম্পিউটার প্রযুক্তির প্রেক্ষিতে বিশাল প্রভাবশালী বাংলাদেশি তিনি। তিনি বাংলাদেশের প্রথম কম্পিউটার প্রোগ্রামার। বস্তুত, তৎকালীন পুরো পাকিস্তানেরই প্রথম কম্পিউটার প্রোগ্রামার তিনি।
দেশের তথ্যপ্রযুক্তিতে হানিফউদ্দিন মিয়ার অবদান প্রথমবারের মত বড় পরিসরে তুলে ধরা হয় ১৯৯৭ সালে, বিটিভির একটি অনুষ্ঠানে। সে অনুষ্ঠানের উপস্থাপক মোস্তাফা জব্বার জানালেন হানিফউদ্দিন মিয়া ও দেশের প্রথম কম্পিউটারের গল্প। তিনি বলেন, ‘১৯৯৭ সালের কথা। বাংলাদেশ টেলিভিশনে “কম্পিউটার” নামে সাপ্তাহিক একটি অনুষ্ঠান শুরু হলো। আমি ঠিক করলাম যাঁর হাত ধরে দেশে এসেছিল কম্পিউটার, তাঁকে দিয়ে অনুষ্ঠান শুরু করব। বিটিভির এটাই ছিল তার জীবনের প্রথম এবং শেষ সাক্ষাৎকার।’
বাল্যকাল ও পরিবার
বাংলাদেশের গৌরব, নাটোরের এই কৃতী সন্তান পরমাণু বিজ্ঞানী হানিফউদ্দিন মিয়া ১৯২৯ সালের ১ নভেম্বর নাটোরের সিংড়া উপজেলার হুলহুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। নাটোরের হুলহুলিয়া যেন রূপকথার আদর্শ গ্রাম, নাটোর জেলা সদর থেকে প্রায় ৩৭ কিলোমিটার এবং সিংড়া থানা সদর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে ছায়াঢাকা, পাখি